নোয়াখালীতে পিক-আপ উল্টে নিহত ৪ ,আহত ১৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নির্মাণ শ্রমিকবাহী পিক-আপটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নির্মাণ শ্রমিকবাহী পিক-আপটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী পিক-আপ উল্টে ঘটনাস্থল ও হাসপাতালে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ জানান, রোববার সকাল ৭টার দিকে ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বাংলাবাজারে ভবনের ছাদ ঢালাই দেওয়ার জন্য ১৯ জনের একটি গ্রুপ পিক-আপে করে যাওয়ার পথে চৌমুহনী করিমপুর রোডের সিঙ্গারের শো-রুমের সামনে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এ সময় গুরুতর আহত শ্রমিকদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নোয়াখালী জেনারেল হাসাপাতালের আবাসিক ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, হাসপাতালে আনার পথে তিনজেনর মৃত্যু হয় এবং আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।